Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হেল্পলাইনঃ ১০৫


যোগাযোগ

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জে যোগাযোগের জন্য পোষ্ট অফিস, অনলাইন মাধ্যম এবং সরাসরি উপস্থিত হয়ে যোগাযোগ করা যায়। পোষ্ট অফিসের মাধ্যমে যোগাযোগ করতে হলে নিম্ন লিখিত ঠিকানায় যোগাযোগ করতে হবেঃ

 

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়

সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।

ডাকঘরঃ সিরাজগঞ্জ সদর-৬৭০০

 

অনলাইনে যোগাযোগ করতে হলে দাপ্তরিক ওয়েব এড্রেস, ফেসবুক পেইজ এবং কর্মকর্তার ই-মেইল এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

ঠিকানা গুলো নিম্নরূপঃ

  1. www.ecs.gov.bd
  2. www.ec.org.bd
  3. azizueo221276@gmail.com
  4. https://www.facebook.com/sirajganjdeo/

সরাসরি উপস্থিত হয়ে যোগাযোগ করতে চাইলে অত্র উপজেলা যে কোন ইউনিয়ন হতে স্থানিয় যানযোগে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ডে আসতে হবে। বাসস্ট্যান্ডে এসে উপজেলা নির্বাচন কমর্তকর্তার কার্যালয়ের অবস্থান কাউকে জিজ্ঞাসা করলেই জানা যাবে। সিরাজগঞ্জ বাসস্ট্যান্ডে হতে উপজেলা নির্বাচন অফিস মাত্র ০.৫ কিলোমিটার। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ট অফিসটি সিরাজগঞ্জ জেলা কোর্ট এলাকার জেলা ট্রাফিক অফিসের সামনে এবং সিরজগঞ্জ অফিসার্স ক্লাবের পার্শে অবস্থিত। দেশের বিভিন্ন স্থান থেকে যাতায়াতের জন্য বাস এবং রেল যোগে অত্র কার্যালয়ে আসা যাবে। বাস যোগে আসতে হলে সিরাজগঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে এবং রেল যোগে আসতে হলে সিরাজগঞ্জ বাজার রেল স্টেশনে নামতে হবে।