Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। হেল্প লাইনে যোগাযোগ করতে ডায়াল করুন- ১০৫।


শিরোনাম
নতুন ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ।
বিস্তারিত

নতুন ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র।


১। জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (ডিজিটাল)। (যাচাই কপিসহ)

২। পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি।

৩। শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৪। স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি (বিবাহীদের জন্য)।

৫। কাবিননামার ফটোকপি (বিবাহীদের জন্য)।

৬। পূর্বে ভোটার হই নাই মর্মে অঙ্গীকার নামা।

৭। ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/চারিত্রিক সনদপত্র।

৮। রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট।

৯। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল)।

১০। চৌকিদারের কর পরিশোধের রশিদের ফটোকপি।

 

বিঃদ্রঃ

*** ভোটার ফরমের ৩৪নং ক্রমিকে শনাক্তকারী হিসাবে পিতা/মাতা/ভাই/বোনের 

       আইডি নাম্বার এবং ক্রমিক ৩৫নং-এ তাহার স্বাক্ষর দিতে হবে।


*** ভোটার ফরমের ৪০নং এবং ৪১নং ক্রমিকে চেয়ারম্যান/মেম্বার, মেয়র/কাউন্সিলর তার 

       নাম এবং আইডি নাম্বার লিখতে হবে। ৪২নং ক্রমিকে তাহার স্বাক্ষর এবং অফিসিয়াল 

       সীল অবশ্যই দিতে হবে।

প্রকাশের তারিখ
01/01/2025
আর্কাইভ তারিখ
30/06/2026